Ws2812b এবং ws2811 led লাইট প্রোগ্রাম করা যায় | পুরোটা জানুন তার সাথে ভিডিও টাও দেখেনিন ।

Ws2812b এবং ws2811 led লাইট প্রোগ্রাম করা যায় । প্রত্যেকটা led বিভিন্ন color রে জ্বালানো যায় । এই পিক্সেল led দিয়ে ডিজিটাল ডিসপ্লে বোর্ড বানাতে পারবেন । Led ডিসপ্লে  এখনকার দিনে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহার করা যায় ।
দুর্গাপুজো , কালীপুজো , দীপাবলির সময় এই led লাইট দিয়ে আপনার ঘরকে সাজাতে পারবেন । তাই বলা যায় led লাইটের  ব্যবহার আগামী দিনে অনেক কাজে আসতে পারে ব্যবসায়িকদের । পুরোটা জানুন নিচের ভিডিওটা দেখে ।





ws2812b এবং ws2811 এর মধ্যে পার্থক্য কি ?
পার্থক্য আছেতো বটেই । 
ws2812b বলতে বুঝায় led স্ট্রিপ ।
Led স্ট্রিপ সাধারণত বাজারে পাওয়া যায় ১ মিটারের led স্ট্রিপে ৬০ টি led থাকে । প্রত্যেকটা led তে আইসি IC থাকে যার কারণে led স্ট্রিপ গুলু একটু দামী হয় । 

ws2811 বলতে বুঝায় ওয়্যার wire থাকা led লাইট যেগুলোতেও আইসি IC থাকে । তবে সাধারনত বাজারে ১ মিটারে ৩০ টি  led থাকে ।