অবশেষে আইপিএল ফাইনাল হতে যাচ্ছে । কোন কোন দল ফাইনাল এ উঠলো পুরোপুরি জেনেনিন
দীর্ঘ আইপিএল এর ম্যাচগুলো হবার পর অবশেষে ফাইনাল খেলতে চলেছে দুটো দল ।
এই ফাইনাল খেলার জন্য অনেকদিন ধরে বিভিন্ন টিম এতদিন যাবত হাড্ডাহাড্ডি ক্রিকেটের ময়দানে লড়াই করেছে ।
১৫ই অক্টোবর ২০২১ তারিখে দুবাই ইন্টার ন্যাশনাল স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল ম্যাচের লড়াই দেখা যাবে চেন্নাই সুপারকিংস এবং কলকাতা নাইট রাইডার্সের এর মধ্যে । এইবারের আইপিএল ভারতের মাটিতে না হলেও আইপিএল প্রেমীদের আইপিএল খেলা দেখার উৎসাহ কোন অংশে কম হয়নি । সরাসরি টিভির পর্দায় আইপিএল খেলা উপভোগ করে যাচ্ছে ক্রিকেট প্রেমীরা । শুক্রবার আইপিএল ফাইনাল ম্যাচে কে বিজয়ী হয় সেটার অপেক্ষায় রয়েছ গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীরা ।