দুর্গাপূজায় কেমন আনন্দ করছেন সবাই । ত্রিপুরার ধর্মনগর অঞ্চলের মানুষ কিভাবে উৎসব পালন করছে বিস্তারিত জেনেনিন ।

করোনা আবাহয়ে দুর্গাপূজা জাকজমোক না থাকলেও কভিড ১৯ এর বিধিনিষেধ পালন করে সবাই একটু দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছেন । বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে এবং আজকে নবমীর দিন সবাই আনন্দে মেতে উঠেছেন। দুর্গাপূজায় কেমন আনন্দ করছেন সবাই । ত্রিপুরার ধর্মনগর অঞ্চলের মানুষ কিভাবে উৎসব পালন করছেন একটি জেনেনিন ।

চিত্র : ধর্মনগর টাউন কালীবাড়ি

ধর্মনগর ত্রিপুরার উত্তর জেলায় অবস্থিত । ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম শহর সংস্কৃতি প্রেমী
শহর বলে পরিচিত । এই শহরে এবার দুর্গাপূজা জাকজমোক না থাকলেও কভিড ১৯ এর বিধিনিষেধ পালন করে অঞ্চলের মানুষ দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছেন । 



চিত্র : ধর্মনগর পদ্মপুর  ক্লাব