কোন গ্যাজেটে কেমন ছাড় মিলছে আমাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, বিস্তারিত দেখে নিন



এসে পড়েছে উৎসবের মরশুম। দুর্গাপুজো, দশেরা, কালিপুজো, দেওয়ালি, ভাইফোঁটা, ছট। একের পর পুজো, অনুষ্ঠান। আর এই সময়েই তো সকলে শখের জিনিস, কাজের জিনিস ইত্যাদি কিনে নিতে পছন্দ করেন।

উৎসবের মরসুমে প্রিয়জনদের জন্য উপহার কিনে নেবার সুযোগ এসেপরেছে । সেই সুযোগটা পাবেন আমাজন গ্রেট ইন্ডিয়া সেল এর মাধ্যমে । সেই সুযোগের মধ্যে দিয়ে আপনি নিজের পছন্দের জিনিস কিনে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ করুন । বিশেষ করে  মধ্যে যদি সেই জিনিসের দাম অন্যান্য সময়ের তুলনায় কম হয়, তাহলে তো আর কোনো কথাই নেই!


বিভিন্ন জিনিসের মধ্যে থাকছে স্পেশাল অফার। টিভি , ফ্রিজ , মোবাইল এবং ওয়াশিং মেশিনের উপর  থাকছে আকর্ষণীয় ছাড় ।কিন্তু আজ ২৩রা অক্টোবর পর্যন্ত এই অফার মিলছে । তাহলে দেরি না করে কিনে ফেলুন আপনার পছন্দের জিনিস ।